Home » অচিরেই বাংলাদেশ-ভারত (মুজিবনগর) স্বাধীনতা সড়ক চালু করা হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

অচিরেই বাংলাদেশ-ভারত (মুজিবনগর) স্বাধীনতা সড়ক চালু করা হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

কর্তৃক xVS2UqarHx07
243 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্জীব কুমার ভাট্টি।
মঙ্গলবার (৫ অক্টোবর-২১), দুপুরের দিকে সন্জীব কুমার ভাট্টি মুজিবনগর এসে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার তিনাকে স্বাগত জানান। এর পর মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদের প্রতি সন্মান জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

ভারতীয় সহকারী হাইকমিশনার সন্জীব কুমার ভাট্টি তিনার বক্তব্যে বলেন, অচিরেই বাংলাদেশ-ভারত (মুজিবনগর) স্বাধীনতা সড়ক চালু করা হবে। তিনি বলেন, আমরা সার্বিক দিক পর্যবেক্ষণ করে দেখেছি। ভারতীয় অংশের বাকি কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে।

ভারতীয় সহকারী হাইকমিশনার সন্জীব কুমার ভাট্টি, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স এ অবস্থিত বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ যাদুঘর ও সোনাপুর এলাকার পাশ দিয়ে নবনির্মিত বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম, মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী জেপি আগরওলাসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী অঞ্চল) মিষ্টার সন্জীব কুমার ভাট্টি মেহেরপুর আসলে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান তিনাকে স্বাগত জানিয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলাম ও স্হানীয় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন