Home » অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৭০% মানুষ, ড. ইউনূসের প্রতি ব্যাপক আস্থা।

অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৭০% মানুষ, ড. ইউনূসের প্রতি ব্যাপক আস্থা।

কর্তৃক ajkermeherpur
76 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপে দেশের ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। সংস্থাটি জানায়, ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা প্রকাশ পেয়েছে জরিপে।

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত এই জরিপে তথ্য সংগ্রহ করা হয় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। সিএপিআই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৪ হাজার ৯৮৫ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের বয়স ছিল ১৮ বছর বা তার বেশি।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়; রাঙামাটি জেলা এ ক্ষেত্রে অন্তর্ভুক্ত ছিল না। জরিপকারীদের দাবি, জরিপটি ৯৫ শতাংশ আস্থাসহ পরিচালিত হয়েছে, যদিও ১.৪ শতাংশ এদিক-সেদিক হতে পারে।

জরিপ অনুযায়ী—

৬৯%: ড. মুহাম্মাদ ইউনূসের কর্মসম্পাদনে সন্তুষ্ট

৭০%: অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্ট

০ মন্তব্য

You may also like

মতামত দিন