আজকের মেহেরপুর ডেক্স:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুর জেলার দুটি উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, দারিয়াপুর ইউনিয়ন, মোনাখালী ইউনিয়ন, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন, তেঁতুল বাড়িয়া ইউনিয়ন, বামুন্দি ইউনিয়ন মোটমুড়া ইউনিয়ন এবং সাহারবাটি ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।