আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের উত্তরপাড়ায় আগুন লেগে অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।। শনিবার সন্ধ্যার দিকে আমঝুপির উত্তরপাড়ার কাওসার মোল্লার ছেলে আব্দুল মজিদ মোল্লার তামাক ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তামাক ঘরে তামাক জাল দেওয়ার সময় হঠাৎ করে তামাক ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো তামাক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনসস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।