Home » আমঝুপিতে বিএনপি প্রার্থী মাসুদ অরুণের গণসংযোগ

আমঝুপিতে বিএনপি প্রার্থী মাসুদ অরুণের গণসংযোগ

কর্তৃক ajkermeherpur
19 ভিউজ

আমঝুপি অফিস:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে গণসংযোগ করেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ।

সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এলাকার উন্নয়ন, কৃষক সহায়তা, যুবকদের কর্মসংস্থান এবং ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চান।

গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রাও তাকে স্বাগত জানিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন।

বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করতেই এই প্রচারণা।” এই সময়ে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, রাজনীতি বিদ ও সমাজসেবক শফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বী প্রমুখ্য

০ মন্তব্য

You may also like

মতামত দিন