Home » আমঝুপিতে হাসিমুখ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আমঝুপিতে হাসিমুখ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক ajkermeherpur
58 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে হাসিমুখ সংগঠন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাসিমুখ সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ রাজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম। পরে ৮০ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হুদা, মোহা: তহিদুল ইসলাম ও ইনামুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিক, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাসমত উল্লাহ এবং সদস্য হাসিবুল, মামুন, রাফি, আকির, পলাশ, জাহিদ, সোহান, শিপলুসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাসিমুখ সংগঠন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন