Home » আমঝুপি নীলকুঠির উন্নয়ন ও সংরক্ষণে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আমঝুপি নীলকুঠির উন্নয়ন ও সংরক্ষণে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
28 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী আমঝুপি নীলকুঠির উন্নয়ন ও সংরক্ষণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) বিকাল ৪টার সময় আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি সহকারী মনির হায়দার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, প্রত্নতত্ত্ব বিভাগের খুলনা আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, গাংনী ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামসহ জনপ্রতিনিধি ও সুধীজন।

এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, মেহেরপুর শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি ফয়জুল কবির মাস্টার প্রমুখও আলোচনা সভায় অংশ নেন।

সভায় নীলকুঠিকে পর্যটনবান্ধব স্থানে রূপান্তর, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন