আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে আমঝুপি নীলকুঠি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলকুঠি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আতিয়ার রহমান মন্টু, সামসুজ্জামান জামান চমন প্রমূখ। টুর্নামেন্টের মোট ২৪ টি ক্লাব অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় মেহেরপুর প্রবীণ একাদশ জয়লাভ করে। খেলায় মেহেরপুর প্রবীণ একাদশ সেলিমের দেওয়া ১-০ গোলে লিজেন্ড অফ আমঝুপিকে পরাজিত করে। খেলায় সেলিম ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলো হচ্ছে চাঁদবিল এইট স্টার ক্লাব, চিৎকা জাগরণী ক্লাব, গোভিপুর ভৈরব ক্লাব, আমঝুপি খেলাঘর, বাগোয়ান ফুটবল একাদশ, হিজুলি ফুটবল একাদশ, আমঝুপি পাবলিক ক্লাব, খানপুর রূপসী বাংলা ক্লাব, ভবেরপাড়া একাদশ, ফ্রেন্ডসার্কেল মেহেরপুর, আমঝুপি উদয়ন ক্লাব, রুইতনপুর শান্তি পাড়া একাদশ, কাজলা ফুটবল ফেডারেশন, বলিয়ারপুর প্রভাতী ক্লাব, গোপালপুর ভাই ভাই ক্লাব, হরিরামপুর সীমান্ত ক্লাব, দারিয়াপুর একাদশ, কাঁঠালপোতা ফুটবল একাডেমি, হালিম স্পোর্টিং ক্লাব, ঝাউবাড়িয়া একাদশ, রাজনগর শেখপাড়া একাদশ এবং বর্শিবাড়িয়া একাদশ।