নিজস্ব প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০ জন শিশু হেলমেট পরে ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নেয়। তাদের মধ্যে এক শিশুকে রামদা হাতে স্লোগান দিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা পর্যন্ত অবরোধ চললেও সকাল ১০টার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান।
অবরোধ চলাকালে জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়ন তার ফেসবুকে লাইভে এসে দেখা যায়—মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে নেতাকর্মীরা। শতাধিক কর্মী রামদা, ঢাল, সরকি হাতে সড়কে অবস্থান নেয়। এ সময় নারীদের পাশাপাশি শিশুদেরও দেখা যায়।
স্থানীয়রা জানান, ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচি ঘোষণার আগেই সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নেন এবং পরে মহাসড়ক অবরোধ করেন, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি রোকিবুজ্জামান বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধ করা সম্ভব হয়নি। তবে ভাঙ্গার পুলিয়া ও পুখুরিয়া এলাকায় অবরোধ দ্রুত অপসারণ করা হয়। সোয়াদি এলাকায় বেলা ১টার দিকে সড়ক অবরোধমুক্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
ট্যাগস

