Home » ইউনূসের সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগে মুখোমুখি উত্তেজনা।

ইউনূসের সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগে মুখোমুখি উত্তেজনা।

কর্তৃক ajkermeherpur
23 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা ইউনূসসহ প্রতিনিধি দলকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন, আর আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং উত্তেজনা দেখা দেয়।জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রবিবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইউনূস ও তার সফরসঙ্গীরা। সোমবার দুপুরে তাদের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ সফর সামনে রেখে শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে ঘোষণা দেওয়া হয়, সোমবার বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানো হবে।

সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর, দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন বক্তব্য দেন।

বক্তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করেন। ফলে বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নিউ ইয়র্কে জড়ো হতে শুরু করেছেন।তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি।

পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন