আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। স্বাগতিক মেহেরপুর ইয়াং টাইগার ক্রিকেট অ্যাক্যাডেমি ও ফরীদপুর ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা স্বাগতিক দল জয়লাভ করেছে।
মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ৬১ রানে আমন্ত্রিত অতিথি কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৩২ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। সেলিম দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন। জবাবে খেলতে নামে ফরিদপুর ৩১ ওভারের সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। ইয়ামিন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। এর আগে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমেনা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।