Home » একটি মানবিক সাহায্যের আবেদন

একটি মানবিক সাহায্যের আবেদন

কর্তৃক xVS2UqarHx07
192 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সন্তানহারা মৃত ইসমাইল উদ্দিনের বড় ছেলে নহিরউদ্দিন(৭৫) দীর্ঘদিন কিডনিসহ কঠিন ও জটিল রোগে ভুগছে। চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। নহিরউদ্দিনের একমাত্র ছেলে গত ১০ বছর আগে স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়। অসুস্থ অসহায় নহিরউদ্দিন এর পক্ষে চিকিৎসা ব্যয় ভার করা সম্ভব হচ্ছে না।

নহিরউদ্দিন বলেন, আমার যেটুকু ছিল সেটুকু বিক্রি করে আমি চিকিৎসা নিয়েছি। এখন আমার পক্ষে চিকিৎসা ও দুমুঠো খাবার সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি সমাজ ও দেশের হৃদয়বান ব্যক্তির কাছে আমার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাকে সাহায্য পাঠাতে পারেনঃ০১৯১৯-৭৩৫৬৪৫(বিকাশ) অথবা সরাসরি আমার বাড়িতে এসে সাহায্য করতে পারেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন