Home » একসঙ্গে জয় পেলেন ডাকসুর দুই প্রার্থী, তারা স্বামী-স্ত্রী।

একসঙ্গে জয় পেলেন ডাকসুর দুই প্রার্থী, তারা স্বামী-স্ত্রী।

কর্তৃক ajkermeherpur
29 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন এই দম্পতি।

ডাকসু নির্বাচনে শিক্ষার্থী রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার স্ত্রী উম্মে সালমা কমনরুম ও রিডিংরুম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন।

রায়হান বলেন, সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কাজ করে যেতে চাই।

উম্মে সালমা বলেন, শিক্ষার্থীদের সমস্যগুলো চিহ্নিত করে সমাধান করাই হবে আমার কাজ।

রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এবং উম্মে সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (কায়েম) সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন