Home » এলাকায় বিক্রি করছিলেন ইয়াবা, পুলিশের অভিযানে আটক যুবদল নেতা

এলাকায় বিক্রি করছিলেন ইয়াবা, পুলিশের অভিযানে আটক যুবদল নেতা

কর্তৃক ajkermeherpur
171 ভিউজ

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাবির আল-রাসেল হাওলাদারকে (৩০) ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল রাজাপুর সদরের মৃত বাবুল হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—রাসেল লেবুবুনিয়া এলাকায় ইয়াবা বিক্রি করছে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই মো. তারিফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় রাসেলের কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

ডিবি ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘মাদকসহ আটক হওয়ায় রাসেলের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০৪) দায়ের করা হয়েছে। ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন