Home » ওমিক্রনে আক্রান্ত হয়েছে দুইজন বাংলাদেশী

ওমিক্রনে আক্রান্ত হয়েছে দুইজন বাংলাদেশী

কর্তৃক xVS2UqarHx07
459 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে আক্রান্ত দুইজন বাংলাদেশ দলের নারী ক্রিকেটার। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনে আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার সুস্থ আছে। তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটৌকল অনুযায়ী তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।

সূত্র প্রথম আলো

০ মন্তব্য

You may also like

মতামত দিন