Home » ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত: আসিফ মাহমুদ

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত: আসিফ মাহমুদ

কর্তৃক ajkermeherpur
58 ভিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনাকে ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) হাদির আহতের খবর প্রচারের পর তিনি ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ওই মন্তব্য করেন।আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। গত বুধবার বিকেল ৫টার দিকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।

আসিফ লিখেন, ‘হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তপসিলের পরপরই এ রকম ঘটনা অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন