Home » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসপিসহ আহত-৩

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসপিসহ আহত-৩

কর্তৃক xVS2UqarHx07
603 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন পুলিশ সুপার (এসপি) শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন। আহত তিনজনই বরিশাল রেঞ্জে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে পুলিশ পিকআপের সংঘর্ষ হয়। এতে পুলিশ সুপারসহ তিনজন আহত হন। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, বরিশাল থেকে সারদা যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ পিকআপটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন