Home » কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২।

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২।

কর্তৃক ajkermeherpur
20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর একজন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।
এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় সেখানে বজ্রপাত ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামেও বজ্রপাত ঘটে। সেখানে একটি বাঁশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে নিহত দুজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকাটাইমস

০ মন্তব্য

You may also like

মতামত দিন