আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের কবরস্থানের রাস্তায় শুভ উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় খোকসা কবরস্থানের রাস্তা উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোপসা এক নম্বর ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান হাফিজ, খোকসা জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের সভাপতি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুল ইসলাম, কবরস্থানের সেক্রেটার আব্দুর রশিদ, ঈদগাহ ও কবরস্থানের সহ সভাপতি আব্দুল মোমিন, জামে মসজিদের সেক্রেটারি শামসুজ্জোহা (সামিদুল), সাবেক মেম্বার আমিল উদ্দীন, হাট পাড়া জামে মসজিদের সেক্রেটারি আছিরুল ইসলাম, খোকসা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ খাঁ , ইভান, আনছার, মহিবুল,বাশিরুল , রকিবুল, জমিরুল ইসলাম, মিস্ত্রি বদোরুউদ্দীন, আলমগীর,জোহা, সিজান সহ আরো অনেকে দোয়া মোনাজাত করেন খোকসা কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল আপেল প্রমুখ্য।