Home » গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ২ জন

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ২ জন

কর্তৃক xVS2UqarHx07
264 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ভাইরাসে নতুন করে ২ জন শনাক্তসহ জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন (সদর-২০, গাংনী-২৩, মুজিবনগর -৮) জন।

গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের নমুনা পরীক্ষা ফলাফল এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৩ জনের রিপোর্ট আসে এর মধ্যে ২ জন আক্রান্ত। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ০ জন, গাংনী উপজেলায় ২ জন ও মুজিবনগর উপজেলায় ০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী এসময় নতুন করে আর কেউ মৃত্যুবরণ করেননি ।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৮ জনে । এর মধ্যে সদরে ৮২ জন, গাংনী ৫৭ জন এবং মুজিবনগরে ৩৯ জন।

এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৬৭ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪ জন)
এর মধ্যে সদরে ১৯৯৫, গাংনী -১৭৪১, মুজিবনগর-৬৩১ জন।

এই পর্যন্ত মেহেরপুরের বাহিরের হাসপাতালে ট্রান্সফার্ড করা হয়েছে ১২০ জন। এর মধ্যে সদর- ৭৭, গাংনী-১৮ , মুজিবনগর -২৫ জন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন