Home » গাংনীতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন

গাংনীতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ :

প্রকৃতিগত আবহাওয়া খারাপ এর মধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালন করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশাল শোভাযাত্রা গাংনী আব্বু তুই তুমি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে জড়ো হয়। সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দীন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাহারবাটি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, কাজিপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ষোলটাকা ইউনিয়ন আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক আহার আলী, বামন্দী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বজলুল বশির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক জাকির হোসেন বাচ্চু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল জাহান শিশির, আশিকুজ্জামান সবুজ ও মাজিদুল ইসলাম রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হামজা, সাংগঠনিক সম্পাদক শুভ আহম্মেদ, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল ও গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শিপন আলীসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। দো’আ মোনাজাত পরিচালনা করেন মাদরাসা মসজিদের ঈমাম মাও. সাইফুল ইসলাম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন