স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে গাংনী খাদ্যগুদাম চত্বরে এ কর্মসূচির সূচনা করা হয়।
সরকার নির্ধারিত সংগ্রহ পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে গাংনীতে ১৪৩ মেট্রিক টন ধান ও ৩২৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের সরকারি মূল্য কেজিপ্রতি ৩৪ টাকা এবং চালের মূল্য ৫০ টাকা নির্ধারিত রয়েছে। উপজেলা কৃষি অফিসের আওতাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে চাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. ইশরাত জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, কারিগরি খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন, এলএসডি ওসি মো. মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফাহিম ফয়সাল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. শহিদুল হকসহ উপজেলার বিভিন্ন কৃষক ও মিল মালিকেরা।
