মেহেরপুরের গাংনী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার ফাইনাল ম্যাচ। নওয়াপাড়া যুবসমাজের আয়োজনে মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া মাঠে ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে নওয়াপাড়া বাজারের মায়ের দোয়া গার্মেন্টস একাদশ ৩–০ সেটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা দেখতে নওয়াপাড়া ও আশপাশের এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতেই এ আয়োজন করা হয়।
