Home » গাংনীতে গণসংযোগে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের উন্নয়নের প্রতিশ্রুতি

গাংনীতে গণসংযোগে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের উন্নয়নের প্রতিশ্রুতি

কর্তৃক ajkermeherpur
25 ভিউজ

স্টাফ রিপোর্টার গাংনী:

: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন রোববার (৯ নভেম্বর) রবিবার বিকাল থেকে কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগকালে সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মেহেরপুর-২ (গাংনী) আসনের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। নারী ভোটারদের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আর বলেন, বিগত সময়ে দু:সময়ে ব্যাপক ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন। ধানের শীষকে ভালবেসে আমাকে যেভাবে ভোট দিয়েছিলেন, এবারও আমাকে সেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারেক রহমান আমার মাধ্যমে আপনাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। ভোটের দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।
তাই তারেক রহমানকে ভালবেসে আগামীতে ধানের শীষে ভোট দেবেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর আপনাদের উপর মামলা মোকদ্দমা, জেল জরমিানা হুলিয়া হয়েছে। আর সেই সব হবেনা। তারেক রহমান ও খালেদা জিয়া বলেছেন কারোর উপর প্রতিশোধ নেওয়া যাবেনা।
গণসংযোগে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লাহ, গাংনী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজেদুল ইসলাম বুলবুল, কাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বিএসসি, কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বিএনপি নেতা খাইরুজ্জামান কালাম, কাজিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বকুল হোসেন, যুবদল নেতা মাহফুজ বিশ্বাস রহিদুল, স্থানীয় বিএনপি গোলাম মোর্তূজা, আব্দুল মতিন, শাহিন বিশ্বাস, ওয়ার্ড কৃষকদল নেতা মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেতবাড়িয়া বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পথ সভায় এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন