Home » গাংনীতে ছাদ থেকে পরে এক গৃহবধূর মৃত্যু।

গাংনীতে ছাদ থেকে পরে এক গৃহবধূর মৃত্যু।

কর্তৃক xVS2UqarHx07
197 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে কুর্ছিয়া খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ২টার দিকে গাংনী পৌরসভার চৌগাছা ভিটাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুর্ছিয়া খাতুন চৌগাছা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেল গাছের পাতা পাড়ার উদ্দেশ্যে ছাদে ওঠেন কুর্ছিয়া খাতুন। এ সময় হাঁসুয়া দিয়ে নারিকেল গাছের ডগা কাটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন