Home » গাংনীতে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

গাংনীতে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

কর্তৃক xVS2UqarHx07
238 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সরকারী ঘোষণা অনুযায়ী সারাদেশে ১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে একটির্্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী হাসপাতাল বাজার ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।র্্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব। এবারের প্রতিপাদ্য বিষয় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত হবে জনগণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার একাধিক বারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সন্ধানী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মাশরাফি আল শামস।

এর আগে বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন