Home » গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা।

গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা।

কর্তৃক xVS2UqarHx07
12 ভিউজ

আমঝুপি অফিস:

 

গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা।

 

মেহেরপুরের গাংনীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাঁশাবাড়ীয়া এবং গাংনী বাজারের দুটি দোকানে বাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান।

 

অভিযান সুত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের মিজান ব্রাদাসর্ নামের একটি প্রতিষ্ঠানে গনি গুল এর অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করে আসছিল। অভিযানে ওই প্রতিষ্ঠানে মেলে নকল গুলের অসিত্ব। অভিযানে নকল গুল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে গাংনী বাজারের আকমল স্টোর এন্ড গিফট হাউজে বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে লাইসেন্স ছাড়াই বিক্রি করা হয় শিশু খাদ্য। বিক্রি নিষিদ্ধ নাইট বিক্রি বিক্রি এবং শিশু খাদ্যের লাইসেন্স থাকার অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।একই সাথে জব্দ করা হয় কিছু নাইট ক্রিম।

 

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার নিষিদ্ধ ১৭টি কমসেটিক্স পণ্য রয়েছে। যা ব্যবহারে মুখের ক্যান্সরসহ নানা রোগ হয়। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জেনেও দোকানে প্রদর্শণ এবং বিক্রি করা হচ্ছে। এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন