Home » গাংনীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

গাংনীতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
195 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস ও অন্যান্য জটিল ও কঠিন রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সভা কক্ষে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা সমাজসেবা অফিসার কাজী আবুল মনসুর।এ সময় বিভিন্ন গ্রাম থেকে আগত ১৪ জন রোগী ও রোগীর স্বজনদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন