Home » গাংনীতে মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন

গাংনীতে মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
181 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে মাসব্যাপি জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসাবে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা,র্যালি ও ইঁদুর নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরাঞ্জন চক্রবর্তি । অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন