সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
নাহিদ হোসেন(২০) নামের এক জন যুবককে আটক করেছে র্যাব। দেড় কেজি গাজাসহ র্যাব১২, সিপিবি মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি দল গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী গাড়াবাড়িয়া নিকটস্থ রাজকৃষ্ণপুর(ধলা) প্রধান সড়কের উপর এ সফল অভিযান পরিচালনা করে। আটক নাহিদ হোসেন গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব১২, সিপিবি মেহেরপুর ( গাংনী ক্যাম্প) কমান্ডার সিনিয়র পুলিশ সুপার গোলাম ফারুক। র্যাব সুত্রে জানাগেছে মাদক বেচাকেনা গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গাড়াবাড়িয়ায় ও রামকৃষ্ণপুরধলা গ্রামের প্রধান সড়কে অভিযান চালায়। এসময় গাড়াবাড়িয়া ও রামকৃষ্ণপুর ধলার প্রধান সড়ক থেকে দেড় কেজি গাজাসহ নাহিদ হোসেনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকালই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। এ মামলায় আসামি হিসেবে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় গাংনী থানার একটি সুত্র।