Home » গাংনীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাংনীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
166 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সুজন-এর সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রশিদ। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সুজনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম পল্টু। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন। সংলাপে অংশগ্রহণ করেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন