মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনীতে ০৬পিচ ইয়াবা ও ০৩গ্রাম হেরোইনসহ ১১টা মাদক মামলা আসামি সেন্টু মিয়া(৩৮)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গত রবিবার(২২আগস্ট)রাত সাড়ে ১১টার দিকে আটক করে। আটককৃত সেন্টু মিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বামন্দির এলাকার চেরাগি পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী আজকের মেহেরপুর’কে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হাট বামন্দি এলাকার চেরাগি মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান নেতৃত্বে এসআই রুবেল আহমেদ, এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেন্টু মিয়াকে আটক করে। এ সময় তার কাছে থেকে ০৬ পিস ইয়াবা, ০৩ গ্রাম হেরোইন ও হেরোইন ৯’শ টাকা উদ্ধার করে। আটককৃত সেন্টু মিয়ার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান আটককৃত সেন্টু মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১১ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।