Home » গাংনীর সাহেবনগর গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনীর সাহেবনগর গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
181 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের দামুস বিলের পানিতে ডুবে রাজু আহমেদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রাজু সাহেবনগর গ্রামের পূর্বপাড়ার কৃষক আরিফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১১এপ্রিল -২০২৩) দুপুর আড়াইটার দিকে গ্রামের দামুস বিলের পানি থেকে শিশু রাজুর মরদেহ উদ্ধার করা হয়।

সাহেবনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযােদ্ধা সােহরাব হােসেন জানান,রাজুসহ তার আরাে দুই বন্ধু গ্রামের দামুস বিলে গােসল করতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে রাজু আকস্মিক ভাবে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা গ্রামের মানুষকে বিষয়টি জানালে,অনেক খােঁজাখুজির এক পর্যায়ে রাজুর মরদেহ ভাসতে দেখে। এসময় তার মরদেহ উদ্ধার করা হয় ।

মঙ্গলবার বিকেলে রাজুর জানাজা শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন