Home » গাংনী ইউপি নির্বাচনে ২টি নৌকা এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জয়লাভ

গাংনী ইউপি নির্বাচনে ২টি নৌকা এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জয়লাভ

কর্তৃক xVS2UqarHx07
261 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বিছিন্ন কয়েকটি ঘটনা বাদে শান্তিপূর্ণ পরিবেশে গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২টি নৌকা এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জয়লাভ করেছে। গাংনী ইউপি নির্বাচন এ এবার সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

গাংনী ইউপি নির্বাচন এ সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান ও বামন্দী ইউনিয়নে ওয়বাইদুর রহমান কোমল জয়লাভ করেছেন। কাথুলী ইউনিয়েন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়নে সোহেল আহম্মেদ এবং তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা জয়লাভ করেছেন।

মটমুড়া ইউনিয়নে আ.লীগ প্রার্থীকে বড় ব্যবধানে ১২ হাজার ৭১৮ ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহেল আহম্মেদ। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৮ হাজার ৩২০। নৌকা প্রতীক নিয়ে আবুল হাসেম পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট। জাপা প্রার্থী আব্দুস সালাম (লাঙ্গল) পেয়েছেন ৬১৯ ভোট। যুবলীগ নেতা সোহেল আহম্মেদ গত নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল হাসেমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

গাংনী ইউপি নির্বাচন এ সাহারবাটি ইউনিয়নে ২ হাজার ৬৪২ ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান। নৌকা প্রতীকে তিনি ৭ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম টুটুল (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ৯৯২ ভোট। বিএনপি সমর্থীত প্রার্থী বাশিরুল আজিজ হাসান (চশমা) ১ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি প্রার্থী বাবলু হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সানারুল ইসলাম পেয়েছেন ৮১ ভোট।

বামন্দী ইউনিয়নে আ.লীগ প্রার্থী ওবাইদুর রহমান কোমল ১ হাজার ৬৪১ ভোটে জয়লাভ করেছেন। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৫২৪। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আব্দুল আওয়াল চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৮৮৩। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক বিশ^াস (আনারস) ৩ হাজার ৩১৩ ভোট এবং বিএনপি সমর্থীত আরেক প্রার্থী সম্রাট পেয়েছেন (মোটর সাইকেল) ২ হাজার ২৮২ ভোট।

কাথুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মিজানুর রহমান রানা আবারও জয়লাভ করেছেন। আনাস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৭৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী আবুল বাসার (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার হাজার ২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী গোলজার হোসেন রয়েছেন তৃতীয় নম্বরে। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী সিহাব আলী (দুটি পাতা) পেয়েছেন ২ হাজার ৩৬৫ ভোট।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস ১ হাজার ৩৭১ ভোটে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেন (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৪৫৮ ভোট। আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নৌকা প্রতীকে ৪ হাজার ৮০ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থীত আরেক প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোটর সাইকেল প্রতীকে ১ হাজার ৯১২ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এনামুল হক (হাতপাখা) পেয়েছেন ৪০০ ভোট।

০ মন্তব্য

You may also like

মতামত দিন