আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে আগুন পােহাতে (তাপাতে) গিয়ে সাহিদা খাতুন (৫৮) নামের এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন।
গৃহবধূ সাহিদা উত্তর ভরাট গ্রামের জিবরাইল আলীর স্ত্রী। স্থানীয়রা সাহিদাকে উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার সকাল ৮টার দিকে সাহিদা চুলার পাশে আগুন তাপাতে গিয়ে দগ্ধ হয়।
স্থানীয়রা জানান,সকালের দিকে সাহিদা এক প্রতিবেশীর রান্নার চুলার আগুনে শরীর তাপাচ্ছিলেন। চুলার আগুন ছড়িয়ে সাহিদার শরীর পুড়ে যায়। এসময় সে আগুনে পুড়ে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।