Home » গাংনী উপজেলায় ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতারণ

গাংনী উপজেলায় ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতারণ

কর্তৃক xVS2UqarHx07
342 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট একক ও দৈত্য বালক-বালিকায় গাংনী উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন