নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ঘরের ভিতরে থাকা সমস্ত তামাক পুড়ে ছায় হয়ে গেছে।
শনিবার (১২ মার্চ), বিকেলের দিকে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে সাব্বির হোসেনের তামাকের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার করমদী সাহাবুর পাড়াতে সাব্বির হোসেনের তামাক ঘরে জ্বাল দেওয়া অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্হানীয়রা অগ্নি নির্বাপণের চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তার ঘরে থাকা সমস্ত তামাক পুড়ে ছায় হয়ে যায়।
স্হানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় পানি ঢালার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরে থাকা সমস্ত তামাক পুড়ে ছায় হয়ে যায়।
সাব্বির হোসেন জানায়, তার ঘরে প্রায় ৪০ হাজার টাকার মতো তামাক ছিল। তামাকসহ ঘরের বাঁশ খুটি ও পাইপ মিলে প্রায় ৬০/৭০ হাজার টাকার মতো ক্ষতির মুখে পড়েছেন।