Home » গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৫ জন আহত

গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৫ জন আহত

কর্তৃক xVS2UqarHx07
182 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের স্কুল পাড়ায় পারিবারিক কলহের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে চাঁদপুর গ্রামের মৃত মাজেদ আলীর প্রবাস ফেরত ছেলে প্রতিবেশী রাসেল ওরফে পতনের স্ত্রী মৌসুমী খাতুনকে বাড়িতে প্রবেশ করে বেধড়ক পিটিয়ে আহত করেন একই গ্রামের ইউসুফ আলী। প্রতিবেশীরা মৌসুমীকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন। পরবর্তিতে বিকেলে খবর পেয়ে আহম্মেদ আলীর ছেলে ও মৌসুমীর স্বামী রাসেল ওরফে পতন (৩৫) ও তার ভাই সজল আলী (৪৮), সজলের ছেলে সজীব (২২) প্রতিবাদ জানাতে গেলে, ইউসুব আলী আবারও তাদের ধারালো (অস্ত্র) দা ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

আহতের প্রথমত : গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সজল, রাসেল ও মৌসুমীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, চাঁদপুর গ্রামের স্কুল পাড়ার মৃত মাজেদ আলীর ছেলে ইউসুব আলী গ্রামেই পরকীয়া করে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ২য় বিয়ে করে সংসার করছেন। অন্যদিকে ১ম স্ত্রীর সাথে প্রায়শঃ ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এনিয়ে প্রতিবেশীরা নানা কথা বলাবলি করাই ইউসুব আলীকে তার ২য় স্ত্রী নানা অপবাদ ছড়ানোর কথা বললে ইউসুব আলী রাগে-ক্ষোভে প্রতিবেশী মৌসুমীকে বেধড়ক পিটালে সে জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ জানায়নি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন