Home » গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সালমান হোসেন নামের এক শিশুর মৃত্যু

গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সালমান হোসেন নামের এক শিশুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
229 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে সালমান হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সালমান চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশু সালমানের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালের দিকে শিশু সালমানকে তার বাবা শফিকুল মহল্লার একটি দোকান থেকে পাউরুটি কিনে দেয়। সালমান পাউরুটি খাওয়ার পর বাড়িতে চলে আসে।

বাড়ি আসার পর তাকে আধা ঘণ্টা খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। খোঁজাখুজির পর বাড়ির পাশে একটি পুকুরে তার ভাসমান মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পুকুর পাড়ে খেলার সময় শিশু সালমান অসাবধানবশত পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন