আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ভাষান আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত ভাষান আলী ধর্মচাকী গ্রামের মৃত নজীমুদ্দীনের ছেলে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে যুবক ভাষান বিদ্যুত চালিত সেচ পাম্প থেকে পুকুরে পানি দিতে গিয়ে এঘটনা ঘটে।
নিহতের ভাই সাইদুল ইসলাম জানান,ভাষান আলী নিজ বাড়ির সংযোগকৃত বিদ্যুত লাইনের সেচ পাম্প থেকে পুকুরে পানি দিচ্ছিলেন। পানি দেয়ার এক পর্যায়ে সংযোগকৃত বিদ্যুতের তারে শরীরে স্পর্শ করলে,সে গুরুতর ভাবে আহত হন।
এসময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।২ মা ১২ ভাই বোনের মধ্যে ভাসান ছোট ছেলে।
২ মা ৬ ভাই ও ৫ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সর্বজন পরিচিত ভাসান আলীর মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।