Home » গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে মাটি বিক্রেতাকে জরিমানা

গাংনী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে মাটি বিক্রেতাকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
274 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহান আহমেদ নামের এক মাটি বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাটি বিক্রেতা জাহান চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার আশরাফ আলীর ছেলে। জাহান নিজ গাড়িতে করে মাটি নিয়ে স্থানীয় একটি ইটভাটায় করছিল।

বুধবার বিকেলে আড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আড়পাড়া এলাকায় অবৈধ উপায়ে আবাদি জমির মাটি উত্তােলন করে ইটভাটায় বিক্রি করে আসছিল। বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাহানকে আটক করা হয়। এসময় সে তার দােষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ধারা ৫(২) ও ধারা ১৫।(১)(খ) মােতাবেক তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন