আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন হিন্দা গ্রামবাসী উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলের দিকে হিন্দা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা বিশ্বাসের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ইনচার্জ মোঃ রাজ্জাক,মেহেরপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আলী, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।