আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি ছাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় করমদী গ্রামের সকার পাড়ার মৃত আমির হােসেনের ছেলে দিনমুজুর আফরােজ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্তা আফরােজ আলী জানান,আমার ছাগল রাখার ঘর ও রান্না ঘর পাশাপাশি রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ছাগল রাখার ঘরে আগুন লাগে। এসময় পুরাে ঘর আগুনের ঝলকানির মাত্রা বাড়তেই থাকে। প্রতিবেশী এগিয়ে এসে আগুন নেভানাের চেষ্টার আগেই ৪টি ছাগল মারা যায়। এবং ১টি ছাগল অসুস্থ্য হলে,সেটি জবাই করা হয়। রান্না ঘরের চূলার াআগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ছাগল ঘরে আগুন ছড়িয়ে পড়লে,এ দুর্ঘটনা ঘটে।