Home » গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
205 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু, জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউনিয়ানের পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন