আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালিত হয়েছে।
সােমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম।
সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল সাজু,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ফাের এবং দৈনিক সময়ের কাগজ-এর প্রতিনিধি এমএ লিংকন,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি লিটন মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি,দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবুল কাশেম অনুরাগী,ইজাজ আহমেদ,রাসেল মাহমুদ প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। মিয়াদুল ইসলাম।