নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শাজাহান আলী(৩৫)নামের এক পথচারি আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার(২৭আগস্ট)রাত ৯টার দিকে উপজেলার গাড়াডোব বাজারের পাকা সড়কের এ দূর্ঘটনা ঘটে।আহত শাহাজান আলী গাড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়াডোব গ্রামে শাজাহান আলী রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল বেপরোয়া বাড়িতে এসে শাজাহানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।রাস্তায় ছিটকে পড়ে বুক ও বাম হাতে গুরুতর আঘাত পায়।পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।