Home » চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠান

চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
237 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ কতৃক আয়োজিত এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে মাদক নির্মূল ও বাল্যবিয়ে বন্ধ করা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী তথা মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃঢ় প্রত্যয়ী ঘোষণাকে সামনে রেখে ভূমিহীন ও গৃহহীনদের ভূমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে এবং যারা আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন তাদের মধ্যে গতকাল রোববার (২৬) সেপ্টেম্বর সোলার সিস্টেম, সেলাই মেশিন, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক এবং বিদ্যালয় পড়ুয়া মেয়েদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইসমাইল হোসেন এনডিসি মহোদয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

এ ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলে অধ্যায়নরত ছাত্রীবৃন্দ, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী বৃন্দ সহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন