Home » চুয়াডাঙ্গায় স্বর্ণের চেইন ছিনতাইয়ে ব্যর্থ নারী গ্রেপ্তার।

চুয়াডাঙ্গায় স্বর্ণের চেইন ছিনতাইয়ে ব্যর্থ নারী গ্রেপ্তার।

কর্তৃক ajkermeherpur
23 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে প্রকাশ্যে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর মা কনিকা খাতুন (২২) গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হুচুকপাড়া (ভালাইপুর) এলাকার মনছুর আলীর মেয়ে এবং রকিবুল ইসলামের স্ত্রী।

এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সকালে ডাক্তার দেখাতে চুয়াডাঙ্গা শহরে আসেন কনিকা খাতুন। ডাক্তার দেখানো শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে তিনি বড় বাজারের জনতা ফার্মেসিতে যান। এসময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুকদী চরপাড়া এলাকার মৃত খলিলের স্ত্রী ফাতেমা (৪২) ফার্মেসির সামনে থেকে কনিকা খাতুনের পাঁচ বছর বয়সী মেয়ের গলা থেকে স্বর্ণের চেইন কৌশলে কেটে নিয়ে পালানোর চেষ্টা করেন।

চেইন ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে শিশু ফাতেমা বিষয়টি টের পেয়ে মাকে জানায়। কনিকার মা দ্রুত বিষয়টি বুঝে জনতা ফার্মেসির সামনে থেকে আসামি ফাতেমাকে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু ফাতেমার গলা থেকে নেওয়া স্বর্ণের চেইনটি ফেরত দেয়। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ফাতেমাকে স্বর্ণের চেইনসহ থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন