Home » চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
136 ভিউজ

দামুড়হুদা প্রতিনিধি:

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার আয়োজনে ২৬ডিসেম্বর সোমবার পুলিশ লাইন্স পুনাক কার্যালয়ে অসহায় শীতার্ত শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের সহধর্মিণী পুনাক সভানেত্রী, খুলনা রেঞ্জ রওশন জাহান নূপুর।

এসময় উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সহ-সভানেত্রী শারমিন আক্তার, সাধারণ সম্পাদিকা জনাব সাবিনা ইয়াসমিন, চুয়াডাঙ্গা পুনাকের সম্মানিত সদস্যবৃন্দ, নারী পুলিশ সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, কালের বিবর্তনে অনেকেই শীতের আগাম বার্তা পেয়ে দুঃসময়ে জীবন যাপন করছেন। তাই পুনাক সহ সমাজে বসবাসকারী সকল বিত্তবান মানুষকে তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। তিনি চুয়াডাঙ্গা পুনাকের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্দেশনা প্রদান করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন