নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার মতবিনিময় করেছেন।
রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সহকারি অধ্যাপক ফুয়াদ খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাঃ কাবিল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।